Posts

Showing posts from April, 2019

অ্যালকোহলের উপকারিতা (Benefits of Alcohol)

Image
আমরা সবাই জানি অ্যালকোহলের ক্ষতিকারক গুণের কথা, কিন্তু আজ কে আমরা পাঁচটি অ্যালকোহলের ভালো গুণের কথা অর্থাৎ অ্যালকোহলের উপকারী গুণের কথা জানবো। ১থম : বিয়ার (Beer)  বিয়ার এর নাম আমাদের সকলেই জানা, আর কম বেশি সবাই পান করে থাকে, কিন্তু এটির উপকারী গুন আমরা সবাই জানি না, বিয়ার খিদে বাড়ায়, ত্বক ও চুলের মসৃণতা বাড়ায়, যৌণ উদ্দীপনা আর সেক্সের সময়  ও বাড়ায়, কিডনি স্টোন ভালো করে। ২য় : রেড ওয়াইন (Red Wine) খুব অল্প পরিমাণে রেড ওয়াইন খেলে এটি ঔষধের মত কাজ করে, রেড ওয়াইন এ আছে অ্যান্টিঅক্সিডেন্ট  (antioxidents) যাকে "resveratrol" ও বলা হয়, যেটা রক্তের মধ্যে ' good cholesterol (high density lopoprotin)' বাড়ায় আর ' bad cholesterol (high density lopoprotin) ' কমিয়ে হৃদ রোগের প্রকোপ কমাতে সাহায্য করে। এছাড়াও হাইপারটেনশন (hipertention) কমায়। ৩য় : ব্র্যান্ডি (Brandy) আমরা প্রতিনিয়ত কম বেশি সকলেই যেসমস্ত আলকোহল পান করে থাকি তার মধ্যে আলকোহল অন্যতম, খুব কম পরিমানে পান করলে ব্র্যান্ডির ও ঔষধ গুন অনেক, i) ব্র্যান্ডি হার্ট কে সুস্থ রাখতে সাহায...