অ্যালকোহলের উপকারিতা (Benefits of Alcohol)
আমরা সবাই জানি অ্যালকোহলের ক্ষতিকারক গুণের কথা, কিন্তু আজ কে আমরা পাঁচটি অ্যালকোহলের ভালো গুণের কথা অর্থাৎ অ্যালকোহলের উপকারী গুণের কথা জানবো। ১থম : বিয়ার (Beer) বিয়ার এর নাম আমাদের সকলেই জানা, আর কম বেশি সবাই পান করে থাকে, কিন্তু এটির উপকারী গুন আমরা সবাই জানি না, বিয়ার খিদে বাড়ায়, ত্বক ও চুলের মসৃণতা বাড়ায়, যৌণ উদ্দীপনা আর সেক্সের সময় ও বাড়ায়, কিডনি স্টোন ভালো করে। ২য় : রেড ওয়াইন (Red Wine) খুব অল্প পরিমাণে রেড ওয়াইন খেলে এটি ঔষধের মত কাজ করে, রেড ওয়াইন এ আছে অ্যান্টিঅক্সিডেন্ট (antioxidents) যাকে "resveratrol" ও বলা হয়, যেটা রক্তের মধ্যে ' good cholesterol (high density lopoprotin)' বাড়ায় আর ' bad cholesterol (high density lopoprotin) ' কমিয়ে হৃদ রোগের প্রকোপ কমাতে সাহায্য করে। এছাড়াও হাইপারটেনশন (hipertention) কমায়। ৩য় : ব্র্যান্ডি (Brandy) আমরা প্রতিনিয়ত কম বেশি সকলেই যেসমস্ত আলকোহল পান করে থাকি তার মধ্যে আলকোহল অন্যতম, খুব কম পরিমানে পান করলে ব্র্যান্ডির ও ঔষধ গুন অনেক, i) ব্র্যান্ডি হার্ট কে সুস্থ রাখতে সাহায...