Raksha Bandhan



রাখি বন্ধন - রাখি বন্ধন অথবা রাখি পূর্ণিমা হল সাধারণত রাখি উৎসব, এই উৎসব টি শ্রাবন মাসের পূর্ণিমা তিথি তে উৎযাপন করা হয়। রাখি বন্ধন হল "Raksha (Protection) and Bandhan (Relation)".

ভাই ও বোনের মধ্যে যে স্নেহ আর ভালোবাসার বন্ধন আছে সেটা কে আরো আনন্দের করে তোলার উৎসব, এই দিন বোন তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দাদা /ভাই এর কাছে উপহার আবদার করে আর দাদা /ভাই বোনেদের সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নেয়।  প্রতি বছরের মতো এবছর ও রাখি বন্ধন উৎসব সমগ্র ভারত বর্ষে পালিত হবে আগামী ৯ই  ভাদ্র ১৮২৫ (২৬শে আগস্ট, ২০১৮) .
প্রথম কবে রাখি বন্ধন উৎসবের প্রচলন হয় তার সঠিক তথ্য পাওয়া যায় না, তবে এই উৎসব টি বেশ কয়েক শতাব্দী ধরে পালিত হয়ে আসছে, বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ভারতের ইতিহাসে এই রাখি কে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক কৌশলেও।  
ইংরেজদের বাংলা ভাগের ষড়যন্ত্র সময়ে ১৯০৫ সালে, যখন হিন্দু আর মুসলমানের সাথে ইংরেজরা দাঙ্গা বাধানোর চেষ্টা করেছিল তখন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দাঙ্গা আটকানোর জন্য এই উৎসবের আশ্রয় নিয়েছিলেন, তখন শুধুমাত্র এই দুই সম্প্রদায় নয় নারী পুরুষ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ই রাখি পরিয়ে ইংরেজদের চক্রান্ত কে ভেস্তে দেয় এই রাখি।  সম্প্রতি এই উৎসব ভারত তথা ভারতের বাইরে ও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এই দিন প্রত্যেকের বাড়ি আনন্দের ভরপুর থাকে, ভালো ভালো মেনুর আয়োজন করা হয়, নানা রকমের সন্দেশ মিষ্টি, চকলেট, আর নানান গিফট আর তার সাথে সুন্দর একটি রাখি যেটা সেদিন ভাইয়েদের হাতে শোভা বৃদ্ধি করে। 











 

Comments

Popular posts from this blog

জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণজয়ন্তী (Janmastami)