জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণজয়ন্তী একটি হিন্দু উৎসব । এই শুভ দিনেই বাল গোপাল শ্রী কৃষ্ণ জন্ম হয়, কৃষ্ণ দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের দিনেই বিষ্ণুর অবতার কৃষ্ণ জন্ম গ্রহণ করেন, এই উৎসব টি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত যেমন শ্রীকৃষ্ণজয়ন্তী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী ইত্যাদি। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হল শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বাল্য বেলা অনেক সঙ্কট আর তার লীলা মধ্যে দিয়ে গেছে, এই সমস্ত সঙ্কট কে কৃষ্ণ কখনও ভয় পাইনি বরণ নিজের ওপর আসা বিপদ কে কিভাবে নিবারণ করেছেন সেই গল্প গুলোর মধ্যে থেকে আমরা কিছু গল্প আমরা জানবো. 3. মাখন চুরি : ভগবান শ্রীকৃষ্ণ বাল্য বেলায় মাখন খেতে খুব ভালো বাসতেন। শ্রীকৃষ্ণর মাখন এর প্রতি প্রেম আর মাখন চুরি এর কথা আমরা সবাই জানি। যশোোধা সহ সামগ্র বৃনদাবন ছোট্ট গোপাল এর দুষ্টুমি জেরে মাখন মাটির হাঁড়ি তে ভোরে উঁচুতে বেঁধে রাখত। দুষ্ট গোপাল বলরাম আর বন্ধুরা মিলে যখন ই সুযোগে পেতো মাখন চ...