TEACHERS DAY 5 TH SEPTEMBER
আজ ৫ ই সেপ্টেম্বর, আমরা আজকের দিন টা শিক্ষক দিবস হিসাবে পালন করি। এই দিনটা ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্ম দিবস । এনার জন্ম দিনটাই শিক্ষক দিবস হিসাবে উৎযাপন করা ড: হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতের একজন দার্শনিক ও রাষ্ট্রনায়ক যিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ১৯৫২ থেকে ১৯৬২ এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত।
আজ আমরা এনার সম্পর্কে কিছু কথা জানবো, ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান জন্ম গ্রহণ করেন ৫ ই সেপ্টেম্বর ১৪৪৪ Thiruttani মাদ্রাস প্রেসিডেন্সি বৃটিশ ইন্ডিয়া তে । পরলোক গমন করেন ৮৬ বছর বয়েস (ভারতের মাদ্রাস, তামিলনাড়ু ) ১৭ ই এপ্রিল ১৯৭৫ সালে। পেশায় তিনি এখন (১৯১৪ - ১৯২১) তিনি mysor এ দর্শনীয় শাস্ত্রের অধ্যাপক ছিলেন, তিনি ১৯৫৪ সালে 'ভারত রত্ন' পান।


Comments