Posts

রবীন্দ্রনাথ ঠাকুর এর সহজ পাঠ প্রথম পাঠ

Image
সহজ পাঠ 'সহজ পাঠ' এই নামের সাথে আমরা সকলেই পরিচিত, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর লেখা বর্ণ পরিচয় এর পরেই যে পুস্তকটি শিশুদের কোমল হৃদয়ে সবথেকে বেশি স্থান করেনিয়েছে সেটা হলো কবিগুরু রবি ঠাকুর এর লেখা সহজ পাঠ, এটা বাংলা ভাষায় লেখা প্রাথমিক পর্যায়ে শিশু শিক্ষা বিষয়ক একটি পুস্তক যেটা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন এ ১৩৩৭ বঙ্গাবদের বৈশাখ মাসে দুটি সংস্করণ (প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ) প্রকাশিত করেন। এটি মূলত বর্ণ পরিচয়, শব্দ গঠন, ভাবপ্রকাশ, বাংলা ভাষা লেখা পড়া ও সেটাকে বোঝা, এবং ভাষা থেকে ভাষা শিল্প অর্থাৎ সাহিত্য বোধ গড়ে তোলে শিশুদের মধ্যে। ছোট ছোট শব্দ ঘটনা ও চিত্র শিশুদের মনে খুব সহযেই স্থায় করেনি খুব অল্প সময়েই, যার ফলে খেলার ছলে যে পাঠ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীরা স্কুলে শিক্ষক শিক্ষিকা ও গুরুজন দের থেকে পায় সেটা তারা খুব সহজেই রপ্ত করতে পারে।

অ্যালকোহলের উপকারিতা (Benefits of Alcohol)

Image
আমরা সবাই জানি অ্যালকোহলের ক্ষতিকারক গুণের কথা, কিন্তু আজ কে আমরা পাঁচটি অ্যালকোহলের ভালো গুণের কথা অর্থাৎ অ্যালকোহলের উপকারী গুণের কথা জানবো। ১থম : বিয়ার (Beer)  বিয়ার এর নাম আমাদের সকলেই জানা, আর কম বেশি সবাই পান করে থাকে, কিন্তু এটির উপকারী গুন আমরা সবাই জানি না, বিয়ার খিদে বাড়ায়, ত্বক ও চুলের মসৃণতা বাড়ায়, যৌণ উদ্দীপনা আর সেক্সের সময়  ও বাড়ায়, কিডনি স্টোন ভালো করে। ২য় : রেড ওয়াইন (Red Wine) খুব অল্প পরিমাণে রেড ওয়াইন খেলে এটি ঔষধের মত কাজ করে, রেড ওয়াইন এ আছে অ্যান্টিঅক্সিডেন্ট  (antioxidents) যাকে "resveratrol" ও বলা হয়, যেটা রক্তের মধ্যে ' good cholesterol (high density lopoprotin)' বাড়ায় আর ' bad cholesterol (high density lopoprotin) ' কমিয়ে হৃদ রোগের প্রকোপ কমাতে সাহায্য করে। এছাড়াও হাইপারটেনশন (hipertention) কমায়। ৩য় : ব্র্যান্ডি (Brandy) আমরা প্রতিনিয়ত কম বেশি সকলেই যেসমস্ত আলকোহল পান করে থাকি তার মধ্যে আলকোহল অন্যতম, খুব কম পরিমানে পান করলে ব্র্যান্ডির ও ঔষধ গুন অনেক, i) ব্র্যান্ডি হার্ট কে সুস্থ রাখতে সাহায...
Image
DSC FORM

TEACHERS DAY 5 TH SEPTEMBER

Image
Sarvepalli Radhakrishnan  was an Indian philosopher and statesman who was the first Vice President of India and the second President of India from 1962 to 1967 and Geate Teachers of India.  আজ ৫ ই সেপ্টেম্বর, আমরা আজকের দিন টা শিক্ষক দিবস হিসাবে পালন করি। এই দিনটা ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্ম দিবস । এনার জন্ম দিনটাই শিক্ষক দিবস হিসাবে উৎযাপন করা  ড: হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতের একজন দার্শনিক ও রাষ্ট্রনায়ক যিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ১৯৫২ থেকে ১৯৬২ এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত।   আজ আমরা এনার সম্পর্কে কিছু কথা জানবো, ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান জন্ম গ্রহণ করেন ৫ ই সেপ্টেম্বর ১৪৪৪ Thiruttani মাদ্রাস প্রেসিডেন্সি বৃটিশ ইন্ডিয়া তে । পরলোক গমন করেন ৮৬ বছর বয়েস (ভারতের মাদ্রাস, তামিলনাড়ু ) ১৭ ই এপ্রিল ১৯৭৫ সালে। পেশায় তিনি এখন (১৯১৪ - ১৯২১) তিনি mysor এ দর্শনীয় শাস্ত্রের অধ্যাপক ছিলেন, তিনি ১৯৫৪ সালে 'ভারত রত্ন' পান।            

জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণজয়ন্তী (Janmastami)

Image
জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণজয়ন্তী একটি  হিন্দু উৎসব । এই শুভ দিনেই বাল গোপাল শ্রী কৃষ্ণ জন্ম হয়, কৃষ্ণ দেবকী এবং বাসুদেবের অষ্টম  সন্তান ছিলেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের দিনেই বিষ্ণুর  অবতার কৃষ্ণ জন্ম গ্রহণ করেন, এই উৎসব টি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত যেমন শ্রীকৃষ্ণজয়ন্তী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী ইত্যাদি। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হল শ্রীকৃষ্ণ।  ভগবান শ্রীকৃষ্ণ বাল্য বেলা অনেক সঙ্কট আর তার লীলা মধ্যে দিয়ে গেছে, এই সমস্ত সঙ্কট কে কৃষ্ণ কখনও ভয় পাইনি বরণ নিজের ওপর আসা বিপদ কে কিভাবে নিবারণ করেছেন সেই গল্প গুলোর মধ্যে থেকে আমরা কিছু গল্প আমরা জানবো. 3. মাখন চুরি :       ভগবান শ্রীকৃষ্ণ বাল্য বেলায় মাখন খেতে খুব ভালো বাসতেন। শ্রীকৃষ্ণর  মাখন এর প্রতি প্রেম আর মাখন চুরি এর কথা আমরা সবাই জানি।    যশোোধা  সহ সামগ্র বৃনদাবন ছোট্ট গোপাল এর দুষ্টুমি জেরে মাখন মাটির হাঁড়ি তে ভোরে উঁচুতে বেঁধে রাখত। দুষ্ট গোপাল বলরাম আর বন্ধুরা মিলে যখন ই সুযোগে পেতো মাখন চ...