রবীন্দ্রনাথ ঠাকুর এর সহজ পাঠ প্রথম পাঠ

সহজ পাঠ

'সহজ পাঠ' এই নামের সাথে আমরা সকলেই পরিচিত, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর লেখা বর্ণ পরিচয় এর পরেই যে পুস্তকটি শিশুদের কোমল হৃদয়ে সবথেকে বেশি স্থান করেনিয়েছে সেটা হলো কবিগুরু রবি ঠাকুর এর লেখা সহজ পাঠ, এটা বাংলা ভাষায় লেখা প্রাথমিক পর্যায়ে শিশু শিক্ষা বিষয়ক একটি পুস্তক যেটা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন এ ১৩৩৭ বঙ্গাবদের বৈশাখ মাসে দুটি সংস্করণ (প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ) প্রকাশিত করেন। এটি মূলত বর্ণ পরিচয়, শব্দ গঠন, ভাবপ্রকাশ, বাংলা ভাষা লেখা পড়া ও সেটাকে বোঝা, এবং ভাষা থেকে ভাষা শিল্প অর্থাৎ সাহিত্য বোধ গড়ে তোলে শিশুদের মধ্যে। ছোট ছোট শব্দ ঘটনা ও চিত্র শিশুদের মনে খুব সহযেই স্থায় করেনি খুব অল্প সময়েই, যার ফলে খেলার ছলে যে পাঠ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীরা স্কুলে শিক্ষক শিক্ষিকা ও গুরুজন দের থেকে পায় সেটা তারা খুব সহজেই রপ্ত করতে পারে।


























Comments

Popular posts from this blog

জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণজয়ন্তী (Janmastami)

Raksha Bandhan